কার্টুনটা দুর্বোধ্য মনে হচ্ছে? নিচের লেখাটির ওপরে এক নজর চোখ বুলিয়ে নিন, পরিষ্কার হয়ে উঠবে।
বাইবেলের শুরুটা পড়েই বোঝা যায়, নিজের সৃষ্ট কর্মে পরম তৃপ্ত ও তুষ্ট ঈশ্বর। প্রথম একত্রিশটি শ্লোকে (শ্লোকই তো বলে, নাকি?) সে কথা উল্লেখ করা আছে সাতবার।
সহজ বাংলা বাইবেল: আদিপুস্তক 1
(আদি 1:1) সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন।"
(আদি 1:2) পৃথিবীর উপরটা তখনও কোন বিশেষ আকার পায় নি, আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না; তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল। ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিলেন।
(আদি 1:3) ঈশ্বর বললেন, “আলো হোক।” আর তাতে আলো হল।
(আদি 1:4) তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন আর অন্ধকারের নাম দিলেন রাত।
...
(আদি 1:10) ঈশ্বর সেই শুকনা জায়গার নাম দিলেন ভূমি, আর সেই জমা হওয়া জলের নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে।
...
(আদি 1:12) ভূমির মধ্যে ঘাস, নিজের বীজ আছে এমন সব বিভিনড়ব জাতের শস্য ও শাকসব্ জীর গাছ এবং বিভিনড়ব জাতের ফলের গাছের জন্ম হল; আর সেই সব ফলের মধ্যে তাদের নিজের নিজের বীজ ছিল। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে।
....
(আদি 1:18) দিন ও রাতের উপর রাজত্ব করে আর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে।
...
(আদি 1:21) এইভাবে ঈশ্বর সমুদ্রের বড় বড় প্রাণী এবং জলের মধ্যে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো বিভিনড়ব জাতের জীবন্ত প্রাণী সৃষ্টি করলেন। এছাড়া তিনি বিভিনড়ব জাতের পাখীও সৃষ্টি করলেন। তাদের প্রত্যেকের নিজের নিজের জাতি অনুসারে বংশ বৃদ্ধি করবার ক্ষমতা রইল। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে।
...
(আদি 1:25) ঈশ্বর পৃথিবীর সব রকমের বন্য, গৃহপালিত এবং বুকে-হাঁটা প্রাণী সৃষ্টি করলেন। এদের সকলেরই নিজের নিজের জাতকে বাড়িয়ে তুলবার ক্ষমতা রইল। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। সৃষ্টির প্রথম মানুষ
...
(আদি 1:31) ঈশ্বর তাঁর নিজের তৈরী সব কিছু দেখলেন। সেগুলো সত্যিই খুব চমৎকার হয়েছিল। এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল, আর সেটাই হল ষষ্ঠ দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন