আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১৪ মার্চ, ২০১২

ঊনমৃত্যু-অভিজ্ঞতা নামের বল্দার্গু


মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসা বা কোমার পরে সুস্থ হয়ে ওঠা কিছু ধর্মবিশ্বাসীদের মুখে শোনা যায় ঊনমৃত্যু-অভিজ্ঞতার (Near Death Experience-এর বাংলা করলাম) কথা। প্রায় সব কাহিনীই মোটামুটিভাবে একই ধাঁচের। তাতে থাকে অতুলনীয় স্বর্গ-বেহেশতের ভক্তি-গদগদ বর্ণনা। 

ত্যাঁদোড় ইউটিউবার CultOfDusty যুক্তি-ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদেয় করলেন ঊনমৃত্যু-অভিজ্ঞতা নামের বল্দার্গু। যুক্তিকে আমজনতার ভাষায় উপস্থাপনে তাঁর জুড়ি নেই। অত্যন্ত সঙ্গত কারণেই তিনি নিজেকে 'জনগণের নাস্তিক' বলে থাকেন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন