আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১১ মার্চ, ২০১২

ধর্মাতুল কৌতুকিম – ৩৬


৯৯.
দূর থেকে এক পোপকে আসতে দেখে দুই মাদকাসক্ত কী যেন বলাবলি করছিল। পোপ কাছে আসতেই তাকে ধরে পাশের বাড়িতে ঢুকিয়ে নিয়ে তারা সোজা উঠে পড়লো ছাদে। তারপর চ্যাংদোলা করে ছাদ থেকে ছুঁড়ে দিলো পোপকে। মাটিতে পড়ে গেল পোপের দেহ। ছাদ দেখে এই দৃশ্য দেখে এক মাদকাসক্ত বললো আরেকজনকে:
- দেখলি তো! আমি বলসিলাম না, এইটা পোপ? আর তুই শালা বলতেসিলি, ব্যাটম্যান, ব্যাটম্যান... 

১০০.
বিমানবালা জিজ্ঞেস করলো মোল্লাকে: 
- আপনি কোনও মদ্যপান করবেন? 
- বিমান এখন কতোটা উচ্চতায় উড়তেসে? - পাল্টা প্রশ্ন করলো মোল্লা। 
- তিন হাজার মিটার। 
- তাইলে একটু হুইস্কি ঢালেন। 
আরেকটু পরে বিমানবালা ফিরে এসে জানতে চাইলো মোল্লা আরও হুইস্কি খাবে কি না। মোল্লা জিজ্ঞেস করলো:
- এখন আমরা কতোটা উপ্রে? 
- পাঁচ হাজার মিটার। 
- তাইলে আরেট্টু ঢালেন। 
তৃতীয়বার বিমানবালা এগিয়ে আসতেই মোল্লা প্রশ্ন করলো:
- এখন কি আমরা আরও উপ্রে? 
- হ্যাঁ, দশ হাজার মিটার।
- না, তাইলে আর খাওয়া উচিত হইবো না। আশেপাশেই আল্লাহপাকের আরশ। 

১০১. 
জেরুজালেমে বেড়াতে এসেছে এক পর্যটক। এক গাইড তাকে শহর ঘুরিয়ে দেখাচ্ছে। 
- ঠিক এই জায়গা থেকে যিশু আকাশে বিলীন হয়ে গিয়েছিলেন... আর এখান থেকে মাতা মেরি... আর ওই ওখান থেকে, যেখানে মসজিদ দেখতে পাচ্ছেন, মেরাজে গিয়েছিলেন ইসলামের নবী মুহম্মদ...
- এ তো, দেখছি, শহর নয়, রীতিমতো মহাশূন্য উৎক্ষেপণ কেন্দ্র!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন