মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

চৌদি শেখ - হিটলারের প্রতিদ্বন্দ্বী?


কোনও ঘটনা আলোড়ন ফেললে বা অলোচিত হলে সে বিষয়ে প্রায় অবধারিতভাবে হিটলারের মতামত পাওয়া যায়। Der Untergang (দ্য ডাউনফল) ছবির সাড়ে তিন মিনিটের একটি অংশে বিচিত্র বিষয়ে সাবটাইটেল বসিয়ে নেটে ছেড়ে দেয়ার খুব মজাদার একটি ট্রেন্ড চালু রয়েছে বহুদিন হলো। যাঁরা এই বিষয়টির সঙ্গে পরিচিত নন, তাঁদের জন্য দু'টি নমুনা: উসাইন বোল্ট ও আইফোন বিষয়ে হিটলার।  

টুইটারে নবীজিকে 'অবমাননা' করে কয়েকটি বার্তা লেখার কারণে এক সৌদি লেখকের মৃত্যুদণ্ড চেয়ে এক শেখের হাপুস কান্নার ভিডিওর কথা মনে আছে? মনে হচ্ছে, এই ভিডিওও সেভাবে ব্যবহৃত হতে শুরু করবে।

দুটো ভিডিও নজরে পড়লো আজ। দেখে বেশ মজা পেলাম। সে দুটোর সঙ্গে এমবেড করলাম সাবটাইটেলহীন মূল ভিডিওটিও। যদি কেউ আপন মনের মাধুরী মিশায়ে বাংলা সাবটাইটেল বসাতে চান মজাদার কোনও বিষয়ে! 



ব্ল্যাংক:


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন