মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

অগণিত দোয়া > সবই যায় খোয়া

আল্লাহর কাছে দোয়া করার অর্থ - আল্লাহকে তার পূর্বনির্ধারিত পরিকল্পনা পরিবর্তনের আবেদন করা। কিন্তু সে কি সর্বজ্ঞ নয়? তার তো জানার কথা, তাকে কোন বান্দা কী অনুরোধ করবে। তাহলে তার পরিকল্পনায় সেই অনুরোধের ফলাফল নির্ধারণ করা আছে নিশ্চয়ই। সেক্ষেত্রে দোয়া একেবারেই বাহুল্য নয় কি? 

দোয়ায় কাজ হলে ঈমানদাঁড় ভাইদেরকে হাইকোর্টের শরণ নিতে হতো না। আসলে দোয়া করে কারও একটি যৌনকেশও উৎপাটন করা যায় না। তারপরেও লোকে কারোর জন্যে দোয়া স্রেফ একটা কারণেই: একেবারেই কিছু না করেও সাহায্য করার ভান করা এবং সেটা ভেবে আত্মতৃপ্তি পাওয়া যায়। 

দু'মিনিটের ভিডিও-সংবাদ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন