হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
পাগলের প্রলাপ কতো প্রকার যে হতে পারে!
একদিন নবী খুৎবা দিতে উঠে হঠাৎ চিৎকার করে উঠলেন, "তুই চলে যা, তোকে অভিশাপ দিচ্ছি। তোর কাছ থেকে আমি আল্লাহ-র আশ্রয়ে যাচ্ছি!" পরে সবাই যখন তার এই অস্বাভাবিক ব্যবহারের কারণ জানতে চাইলেন, তিনি বললেন যে, ইবলিস আগুন নিয়ে সেখানে এসেছিল। নবী তাকে একরকম ধরেই ফেলেছিলেন, কিন্তু পূর্ববর্তী নবী সুলেমান এসে বাধা দেওয়ায় নিজেকে সংযত করেছেন। তা না হলে তিনি অবশ্যই সেদিন শয়তানকে বন্দী করতেন এবং মদিনার বাচ্চাদের খেলার বস্তুতে পরিণত করতেন ।
একদিন নবী খুৎবা দিতে উঠে হঠাৎ চিৎকার করে উঠলেন, "তুই চলে যা, তোকে অভিশাপ দিচ্ছি। তোর কাছ থেকে আমি আল্লাহ-র আশ্রয়ে যাচ্ছি!" পরে সবাই যখন তার এই অস্বাভাবিক ব্যবহারের কারণ জানতে চাইলেন, তিনি বললেন যে, ইবলিস আগুন নিয়ে সেখানে এসেছিল। নবী তাকে একরকম ধরেই ফেলেছিলেন, কিন্তু পূর্ববর্তী নবী সুলেমান এসে বাধা দেওয়ায় নিজেকে সংযত করেছেন। তা না হলে তিনি অবশ্যই সেদিন শয়তানকে বন্দী করতেন এবং মদিনার বাচ্চাদের খেলার বস্তুতে পরিণত করতেন ।
(সৌজন্য: মহসিনা খাতুন)
Abu Darda' reported: Allah's Messenger (may peace be upon him) stood up (to pray) and we heard him say:" I seek refuge in Allah from thee." Then said:" curse thee with Allah's curse" three times, then he stretched out his hand as though he was taking hold of something. When he finished the prayer, we said: Messenger of Allah, we heard you say something during the prayer which we have not heard you say before, and we saw you stretch out your hand. He replied: Allah's enemy Iblis came with a flame of fire to put it in my face, so I said three times:" I Seek refuge in Allah from thee." Then I said three times:" I curse thee with Allah's full curse." But he did not retreat (on any one of these) three occasions. Thereafter I meant to seize him. I swear by Allah that had it not been for the supplication of my brother Sulaiman he would have been bound, and made an object of sport for the children of Medina.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন