কার্টুন দেখে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে, সবগুলোই তো খ্রিষ্টান চার্চ, তাহলে মজাটা কোথায়? আসলে কার্টুনটি, খুব সম্ভব, আমেরিকার পটভূমিতে অঙ্কিত, যে-দেশে খ্রিষ্টান ধর্মের শাখা-প্রশাখা-উপশাখা-পাতিশাখার সংখ্যা অগণ্য। আর এ তো জানা কথা, যে-কোনও ব্যবসার অনিবার্য পার্শ্ব-উপকরণ হিসেবে থাকে পরস্পরের সঙ্গে রেষারেষি, প্রতিযোগিতা, শত্রুতা। ধর্মব্যবসায় সেটার ব্যত্যয় হবে কেন!
এ প্রসঙ্গে মনে পড়লো দেড় মিনিটের অসাধারণ মজাদার একটি ভিডিও ও পরে সেই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে বানানো একটি কৌতুকের কথা।
আরও মনে পড়লো:
GODISNOWHERE - এটাকে ভেঙে পড়া যায় দু'ভাবে: GOD IS NOW HERE অথবা GOD IS NOWHERE.
(সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন