চোখ-কান খুলে যে-কোনও ধর্মগ্রন্থ পড়তে গিয়ে সুস্থবুদ্ধির মানুষের মনে যে-সংশয়বোধ জাগ্রত হয়, যে-প্রশ্নগুলো নিশ্চিতভাবে তাকে বুঝিয়ে দেয়, কিতাবগুলো ঐশী তো নয়ই, বরং কিছু অতি নিম্নশ্রেণীর মানুষের কুটিল মস্তিষ্কজাত, সে আর কখনও নূরের পথমুখী হবে না।
ফায়ারফ্লাই নামের টিভি সিরিজ থেকে নেয়া দেড় মিনিটের দৃশ্যে এক মেয়ে তার ধর্মপ্রাণ পিতাকে বলছে, বাইবেল কতো অসার, অযৌক্তিক ও অমানবিক। হতভম্ব পিতা তাকে নিরস্ত করার চেষ্টা করে, কিন্তু শুধু বিশ্বাসের কথা বলে যুক্তিনিষ্ঠ কাউকে সন্তুষ্ট করা কি যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন