শনিবার, ৭ এপ্রিল, ২০১২

নিঃসীম নূরানী অন্ধকারে - ০৬

লিখেছেন কবীর উদ্দীন

২৬. 
পর্বতগুহায় যে-কিতাব নাজিল হয়েছে, তার নাম পার্বতী কিতাব না হয়ে আসমানী কিতাব হলো কেন? 

২৭.
নবী-রাসুলদের আমলে আল্লাপাক কথায় কথায় কাফেরদের উপর আকাশ থেকে ঢিল ছুঁড়তেন, বন্যা মহামারি ঘটিয়ে দিতেন, ঠাডা ও উল্কা মারতেন। আজ কোথায় গেল সেইসব অনুপম প্রতিশোধ গ্রহণের দিন! 

২৮.
ভীরু পুরুষদেরকে কাপুরুষ বলা হয়। সবচেয়ে বড় কাসত্তা হচ্ছেন আল্লাপাক। কারণ তাঁর মানুষের সামনে আসার সাহসটুকুও নেই। 

২৯.
আমি আরবী পড়তে পারি না। সেজন্য আমি মোটেও লজ্জা বোধ করি না। কারণ আরবী আমার মাতৃভাষা না। আর কুরান যার উপর অবতীর্ণ হয়েছিল সে মুহাম্মদ নিজেও কুরান পড়তে পারতেন না। "সবচেয়ে বড় কথা হচ্ছে আরবী পড়লে সওয়াব" সেই বুজরুকি থেকে আমি বেরিয়ে আসেছি। 

৩০.
যে-ধর্মে চুরির শাস্তি হিসাবে সুস্থ মানুষের অঙ্গ কেটে তাকে বিকলাঙ্গ করে দেয়া হয়, সে ধর্ম কীভাবে পূর্ণাঙ্গ জীবন-বিধান হয়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন