সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

মরণোত্তর জীবন: আস্তিকীয় স্বপ্নদোষ

'মরণোত্তর জীবন' - এই অবাস্তব ও ভুয়া আইডিয়াটাই কিন্তু ধর্মব্যবসার প্রধান মূলধন ও আস্তিকদের সামনে ঝোলানো লালসা-জাগানিয়া লালা-ঝরানো মূলো। 

কিংবদন্তীর ব্রিটিশ কমিক গ্রুপ মন্টি পাইথন আয়োজিত টক শোর বিষয় ছিলো: মৃত্যুর পরেও জীবন আছে কি? দেড় মিনিটের ভিডিওটি দেখে পুরোই হাহাপগে! 

ভিডিওর শেষে উপস্থাপকের বলা একটি বাক্য ""Is there enough of it about?" ব্যাখ্যা করেছেন ভিডিও-আপলোডার নিজেই: translation for the people who are not British = "is there enough totty?" or "is there enough women to have sex with?" 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন