মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

অপরাধী অবিশ্বাসীরা

কল্পলোকবাসী কল্পিত এক অদৃশ্য ও সম্পূর্ণভাবে অপ্রমাণিত অস্তিত্বের সত্ত্বা এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুর সৃষ্টিকর্তা, মালিক, নিয়ন্তা ও ইত্যাকার ভিত্তিহীন ভুংভাং দাবির প্রতি অনাস্থা জ্ঞাপন বর্তমান যুগেও পৃথিবীর অধিকাংশ এলাকায় সামাজিকভাবে আত্মহত্যার সমান। অনাদিকাল ধরে এবং এখনও অবিশ্বাসীরা সমাজের চক্ষশূল, নিকটজনদের কাছেও অপাংক্তেয়, ঘৃণীত, নানানভাবে উৎপীড়িত ও অধিকারহীন। ক্ষেত্রবিশেষে অবিশ্বাস নিজের জীবনের জন্য ঝুঁকিপূর্ণও বটে। 

অথচ ভেবে দেখুন, আমাদের, অবিশ্বাসীদের, 'অপরাধ' - ভুয়া দাবি আমাদের হাসির উদ্রেক করে, আমরা প্রশ্ন করতে চাই, তথ্য-প্রমাণ-উপাত্ত চাই, নিঃশর্ত আনুগত্যে আমাদের আস্থা নেই, প্রশ্নাতীত বিশ্বাস সব সময়ই যুক্তিরহিত বলে আমরা মনে করি, অলৌকিক কিছু নেই বলে আমরা বাস্তবতাকেই মানি শুধু, কু-রূপকথা কণ্টকিত কিতাবগুলোর প্রায়শ কুৎসিত বাণী অনুসরণ করা বুদ্ধি-বিবেচনার পরিচায়ক নয় বলে জানি...

এ বিষয়ে সাড়ে চার মিনিটের একটা ভিডিও দেখা যাক। বানিয়েছেন যেহেতু TheThinkingAtheist, তাই তার উৎকৃষ্ট মান সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন