রবিবার, ৮ এপ্রিল, ২০১২

ছহীহ ইছলামী বিজ্ঞাপন - ১০

আইডিয়া, নির্মাণ ও ভূমিকা: Mohammad Mockerof Islam

বর্তমান যুগে ইছলাম জ্ঞানে-বিজ্ঞানে অনেক পিছিয়ে আছে। ইহুদি ভাইদের দেখুন, তারা সাবাথ-এর দিনে কোনো প্রকার যন্ত্র চালানো নিষেধ বলে মুখে নির্দেশ দিয়ে গাড়ি চালানোর মেশিন বের করেছে, সুইচবিহীন লিফট, টেলিফোন, টিভি রিমোট কন্ট্রোল ইত্যাদি আবিষ্কার করে ধর্মের কঠিন নিয়ম কানুনকে সুকৌশলে পাশ কাটিয়ে দিব্যি জিহোভার নেক নজরে আছে, আবার আধুনিক জীবনের সাথেও তাল মিলিয়ে চলছে! ইদানীং ফেসবুকে, নেটে নাস্তিকেরা যেভাবে ইসলামের গোঁজামিল গুলো ফাঁস করে দিচ্ছে এবং মুমিনেরা ভুল বুঝতে পেরে দলে দলে গোপনে ইসলাম ত্যাগ করছে, তাতে করে অচিরেই মডারেট মুমিনদের 'গাছেরও খাব তলেরও খাব' নীতির সাথে তাল মিলিয়ে ইসলামকে 'আধুনিক' করা না গেলে এর বিলুপ্তি অনিবার্য। আসন্ন বিপদ সম্পর্কে জ্বীনের মাধ্যমে ইশারা পেয়ে আমাদের ডিজিটাল নবী জোকার নায়েক গত ২ বছর ধরে কোরান রিসার্চ করে ইসলাম আধুনিকায়নের লক্ষ্যে একগুচ্ছ নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি ও বিজনেস মডেল আবিষ্কার করেছেন যা ইসলামিক রিসার্চ ফাঊন্ডেশন খুব শিগগিরই বাস্তবে রূপ দিতে যাচ্ছে! এই গোপন প্রজেক্টের মার্কেটিং-এর অংশ হিসাবে কিছু বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, যা ঊইকিলিক্‌সের জুলিয়ান অ্যাসাঞ্জ সম্প্রতি ইন্টারনেটে লিক করে দেন। আমরা সেই ছহীহ ইসলামী বিজ্ঞাপন গুলোকে ধারাবাহিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি মডারেট মুমিনদের মনোবল চাঙ্গা করার জন্যে।

ছবিতে ক্লিক করে পূর্ণাকারে দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন