শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

চার্চ ওয়াচ

রাশিয়ার আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রুশ অর্থোডক্স চার্চের প্রধান। ছবি দেখুন:

ছবিটি অর্থোডক্স চার্চের সাইটে প্রকাশিত হলো এভাবে:

লক্ষ্য করেছেন কি, চার্চপ্রধানের বামহাতের ঘড়িটিকে উধাও করে দেয়া হয়েছে ফটোশপের মাধ্যমে? তবে চকচকে টেবিলে ঘড়ির প্রতিবিম্বটা তুলে ফেলতে ভুলে গিয়েছিল গবেট ফটোশপার। 

কেন এই কারসাজি? কারণ Breguet কম্পানির এই ঘড়িটির মূল্য মাত্র ৩০ থেকে ৩৫ হাজার ডলার! এবং এই ঘড়ি নিয়ে আগেও একবার স্ক্যান্ডাল হয়েছিল। 

ঘড়ি উধাও করার ঘটনার পরে রুশ ব্লগোস্ফেয়ারে তুমুল আলোচনা-সমালোচনা ছাড়াও প্রকাশিত হয় কিছু বুদ্ধিদীপ্ত কোলাজ ও কার্টুন। বড়োই মজাদার। বাছাই করা চারটি কোলাজ, দুটো কার্টুন দেখুন।






(যিশু: কয়টা বাজে? চার্চপ্রধান: মেজাজটা বিলা কইরো না তো, যিশু!)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন