মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

ধর্মপোন্দনের কয়েকটি কারণ

বায়োনিকড্যান্সের ছোট্ট দু'টি ভিডিও।

ভিডিও ১.
নাস্তিকেরা ধর্ম বা ঈশ্বরে বিশ্বস করে না, ভালো কথা; কিন্তু তারা কেন ধর্মগুলোর পেছনে লেগে থাকে? আস্তিকীয় এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রায়ই। উত্তর খুব সহজ ও অনুমেয়। ধর্মগুলো যদি "Live and let live" নীতি মেনে চলতো, তাহলে ধর্মবিরোধিতা এমন প্রকট হতো না, অস্তিত্ব থাকতো না 'ধর্মকারী' ব্লগেরও
ধর্মপোন্দনের কারণগুলো আরও স্পষ্ট করে জানুন এই ভিডিও থেকে। 

ভিডিও ২. 
ভগবানেশ্বরাল্লাহর অস্তিত্বের ন্যূনতম প্রমাণ পাওয়া যায়নি অদ্যাবধি, অথচ আস্তিকীয় দাবি: ভগবানেশ্বরাল্লাহ পৃথিবীর মানুষের জন্যে কিছু নিয়ম-কানুন, আইন করে দিয়েছে, যেগুলো বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সবাই মানতে বাধ্য। কী আব্দার! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন