সোমবার, ২ এপ্রিল, ২০১২

সহি কোরান ও সহি হাদিসের বুলি

লিখেছেন কবীর উদ্দীন

হে মুমিনগণ, শোনো তোমাদের বলি;
বেহেস্তে যদি যেতে চাও
গুটিকয় কাজ করো খালি।

বিবাহ কর হালি হালি,
ছিন্ন বসনে দাও তালি,
খেজুর বাগানের হও মালি,
জীবিকা নির্বাহ কর পশু পালি,
আল্লার নেয়ামত গনিমত পাইলে দাও করতালি।
অমুসলিমদের দাও গালি,
ওদের চোখে আল্লার নির্দেশে ছুঁড়ে মার বালি,
চেটে খাও থালি।

আল্লার সন্তুষ্টির তরে
নিজ সন্তান বা নিরীহ পশু দাও বলি,
মানুষের হাত ও মাথা আল্লার নামে কেটে দাও ফেলি,
মানুষ ও পশুর রক্তে খেলো হোলি,
তাহলেই নিশ্চিন্তে বেহেস্তে যাবে চলি।

এগুলি সহি কোরান ও সহি হাদিসের বুলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন