আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

নিরপরাধীর শাস্তি

লিখেছেন থাবা বাবা

চারজন মানুষ, একজন একটি বিবাহিত দম্পতির সন্তান, একজন গভীর প্রেমে আবদ্ধ কিন্তু অবিবাহিত যুগলের সন্তান, একজন ধর্ষণের শিকার একটি অসহায় মেয়ের ধর্ষিত হবার ফলাফল, শেষজন এক যৌনকর্মীর সন্তান। এই চারজন মানুষের মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সমাজ এই চারজন মানুষের মধ্যে শেষের তিন জনকে অবৈধ বলে ঘোষনা করেছে। কেন? কারণ শেষের তিনজনের মা-বাবার মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই।

আমাদের সাহিত্য থেকে শুরু করে সমাজ সবাই সন্তানজন্মের প্রক্রিয়াটাকে খুব সুন্দর করে ভালবাসার চাদরে মুড়িয়ে আমাদের সামনে উপস্থাপন করে। বলা হয়, দু’জন মানুষের ভালবাসা থেকে সন্তানের জন্ম হয়। ভালবাসা ছাড়া সন্তান জন্ম দেয়া সম্ভব না। এই চাদর মুড়ি দেয়া সত্যের সংজ্ঞায় ধর্ষিতা মেয়েটির সন্তান কি তাহলে মিথ্যে? অবিবাহিত একটি যুগল, যারা নিজেদের প্রচণ্ড ভালবাসা নিয়ে একটি সন্তানের জন্ম দিয়েছে, তাদের সন্তান তাহলে সত্য নয় কেন? শুধু বিয়ে নামের একটা সামাজিক আচারের অভাবে? আর সন্তানজন্মদানের পরে তাদের প্রেমকে অবৈধ বলারই বা যুক্তি কোথায়?

বিয়ে হলেই সেখানে খুব ভালবাসা থাকবে, তার কি কোনো ধরনের নিশ্চয়তা আছে? এখনো অগণিত বিবাহিতা মেয়ে প্রতি রাতে তাদের স্বামী দ্বারা ধর্ষিত হয়। স্বামীর দ্বারা ধর্ষণের শিকার হওয়া মেয়েটি যখন তার ধর্ষক স্বামীর ঔরসে সন্তানের জন্ম দেয়, তখন তাকে বৈধতা দেয়ার যুক্তি কী? সেও তো একজন ধর্ষিতার সন্তান।

এখনো আমাদের সমাজে বাড়ির বৌদের স্ত্রী হিসেবে একটা অদৃশ্য বা অব্যক্ত ভূমিকা আছে। সেটা হলো তারা স্বামী বলে একজন পুরুষের যৌনক্ষুধা মেটানোর একটা যন্ত্র, বিনিময়ে মেয়েটা স্বামীর কাছ থেকে খাওয়া-পড়া-থাকার সুবিধে পায়। একজন প্রচলিত যৌনকর্মীর সাথে এই মেয়েটার পার্থক্য একটাই, একজন যৌনকর্মীকে এক-এক সময় এক-একজন পুরুষের শয্যাসঙ্গিনী হতে হয়, আর এই মেয়েটিকে সারা জীবন একজন পুরুষের শয্যাসঙ্গিনী হিসেবই কাটাতে হয়। একজন যৌনকর্মী যেমন আমৃত্যু তার আবদ্ধ জায়গায় শুধু দেহদান করে বন্দী জীবন কাটায়, এই মেয়েটিও তাই। তাহলে তার সন্তানের সাথে যৌনকর্মীর সন্তানের পার্থক্য করা কেন?

মসজিদের ইমাম নির্বাচন করা প্রসঙ্গে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আছে। অবৈধ প্রেমের ফল, বেশ্যার ছেলে, যুদ্ধশিশু ও ধর্ষণের ফলে জন্ম নেয়া অবাঞ্ছিত কেউ ইমাম হতে পারবে না। তাহলে বিয়ের নামে ধর্ষণের শিকার মেয়েটির সন্তান কি মসজিদের ইমাম হতে পারে? ভাত-কাপড়ের বিনিময়ে যে-মেয়েটি তার জীবন বিকিয়ে সারা জীবন স্বামী নামক একটা মানুষের যৌনচাহিদা মেটায়, তার ছেলে কি মসজিদের ইমাম হতে পারে? আর বাবা-মায়ের প্রচণ্ড ভালবাসা নিয়ে জন্ম হওয়া ছেলেটি, যার বাবা-মায়ের মধ্যে বিবাহ নামক সামাজিক বন্ধনটি ছিল না, মসজিদের ইমাম হতে তার দোষটাই বা কোথায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন