আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

নাস্তিক দেখতে কেমন

আমাদের দেশে একটা সময়ে এক ধারণা প্রচলিত ছিলো: কেউ মদ খায় মানেই সে লম্পট ও চরিত্রহীন। আরও একটি ভিত্তিহীন ধারণা অনাদিকাল থেকে গেঁড়ে বসে আছে অধিকাংশের মনে: কেউ নাস্তিক মানে সে লম্পট ও চরিত্রহীন তো বটেই, এমনকি শয়তানের উপাসকও।

মানুষের মন থেকে এই অপধারণা অপসারণ অতি আবশ্যক। নানাবিধ উদ্যোগ নেয়াও হচ্ছে। এই যেমন, আমেরিকায় "নাস্তিক দেখতে এরকম" লেখা সচিত্র বিলবোর্ড ঝোলানো হয়েছে। আর যায় কোথায়! এমনিতে আমেরিকায় ধর্মীয় বিলবোর্ডের অন্ত নেই, চারপাশে অগন্য চার্চ, যত্রতত্র ক্রুশ... কিন্তু যেই একটি-দু'টি নাস্তিক্যবাদী বিলবোর্ড উঁকি দেয়, অমনি আহত হয়ে কাতরাতে থাকে ধর্মানুভূতি। 

দুটো ছোট্ট ভিডিও-রিপোর্ট। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন