সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' পড়ছিলাম। একটি অংশে এক মুসলিম (ইরফান) আর এক হিন্দু যুবকের (ভরত) মধ্যে বিবর্তনবাদ ও ধর্ম বিষয়ে আলোচনা চলছিল। অংশটি বড়োই মনোগ্রাহী মনে হওয়ায় সবার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। যাঁরা আগে পড়েছেন উপন্যাসটি, তারাও এক নজর বুলিয়ে ঝালিয়ে নিতে পারেন। আর যাঁরা পড়েননি বা পড়তে চানও না, তাঁদেরও কোনও অসুবিধে হবে না রসাস্বাদনে। তাই প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখা না করে সরাসরি উদ্ধৃত করছি ইমেজ আকারে। অল্প কথায় অনেক কিছু বলা আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন