প্রকাণ্ড এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের এই পৃথিবী বস্তুত অতি ক্ষুদ্র একটি নাক্ষত্রিক ধূলিকণা (stardust-এর বাংলা কি সঠিক হলো?) ছাড়া আর কিছু নয়।
ফাটাফাটি রকমের অসাধারণ একটা ভিডিও দেখলাম। তাতে বর্ণিত হয়েছে মানুষের মহাকাশচিন্তার সূচনা, বিকাশ ও বিবর্তনের কথা, সত্যিকারের মহাকাশযানে চেপে (বোরাক নামের পাখাওয়ালা গাধা-টাইপ উদ্ভট জীবের পিঠে চেপে নয় - যদিও একবিংশ শতাব্দীর অনেক 'শিক্ষিত' মানুষ এই কু-রূপকথায় বিশ্বাস করে!) মহাকাশ জয়ের কথা বলা হয়েছে, বলা হয়েছে বিজ্ঞানের অসামান্য অর্জনের কথা, যার তোড়ে মহাকালের ডাস্টবিনে নিক্ষিপ্ত হচ্ছে ধর্ম নামের কুসংস্কার ও আবালীয় ধারণা।
মাত্র সতেরো মিনিট ব্যয় করে ভিডিওটি দেখার আকুল অনুরোধ জানাই সবাইকে। দেখার পরে তা সময়ের অপচয় মনে হলে আমাকে প্রাণভরে গালি দিতে পারেন। মেনে নেবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন