মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

ধর্মবিশ্বাস? নাকি মস্তিষ্কবিকৃতি?

প্রায়ই শোনা যায়, ধর্মবিশ্বাস একটি নিরীহ ব্যাপার; এর কোনও ক্ষতিকারক দিক নেই। তাই কি? ধর্মবিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে ঘটানো ও ঘটমান লক্ষ-কোটি অপকর্মের পরেও এই সুমিষ্ট বচনের ভিত্তি আসে কোত্থেকে? 

সাম্প্রতিক একটি ঘটনা। পাঁচ বছরের পুত্রসন্তানের গলায় তার প্রবল ধর্মপ্রবণ মা ছুরি চালিয়েছে (ইব্রাহিম নবীই তো দৃষ্টান্ত স্থাপন করে গেছে), কারণ তার ধারণা ছিলো, তার শিশু "অশুভ শক্তি আক্রান্ত" এবং শিশুর ভেতর থেকে এই অশুভ শক্তি দূর করতে তার গলা কেটে ফেলা প্রয়োজন।

প্রথমে দেখুন প্রাসঙ্গিক ভিডিও-সংবাদ, পরে দেখুন "ধর্মবিশ্বাস ও মস্তিষ্কবিকৃতির ভেতরে কতোটুকু পার্থক্য" বিষয়ে আরেকটি ভিডিও।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন