রবিবার, ১ এপ্রিল, ২০১২

আল্লাহর কী কুদরত!


স্কানথর্পে শিমের মাঝে মহান আল্লাহর নাম ! ! ! !

যুক্তরাজ্যের স্কানথর্প শহরের একটি বাগানে শিমের মধ্যে মহান আল্লাহর আরবী নামের আকৃতি দেখা গেছে। স্কানথর্প শহরে বসবাসকারী মরহুম হাফেজ ফজলুর রহমান (র) এর পুত্র বালাগঞ্জের মাদারপুরের নবগ্রাম ইসলামিক কিন্ডার গার্টেনের অন্যতম প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান সুহেলের গার্ডেনে এ অলৌকিক আকৃতিতে মহান আল্লাহর নাম পরিলক্ষিত হয়েছে। 
সংবাদ পেয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকজন এ অলৌকিক ঘটনা দেখতে যান। 

ওপরের ছবি ও বর্ণনা ফেসবুক থেকে সংগৃহীত। 

এদিকে Hazrat Siratul Mustakim-এর ওয়ালে পাওয়া গেল নিচের ছবি ও তৎসম্পর্কিত বাণী:


একজন আধা রুকু দিয়েছেন আরেকজন, সেযদা দিয়েছেন তবে যে আধা রুকু দিয়েছে, সে তার ঈমানদন্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল,তারপর আল্লাহ্‌ আসমান থেকিয়া হুকুম করিল:
- জানস না, anal sex ইসলামে আমি হারাম করেছি??
এর পরে আল্লাহ্‌ আসমান থেকিয়া তাঁহার আরশের রাগে নিক্ষেপ করিলেন অভিশাপ: 
- তোরা আমার কথা অমান্য করার জন্য হয়ে যা গাছের গুঁড়ি! কুন!
আল্লাহপাকের নির্দেশের ফল আপনারা নিজের চক্ষে দেখতে পাইতেসেন।

* ওপরের অংশটা 'ওয়ায মাহফিলের' সুর করে পড়ুন ভালো লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন