বিশ্বাসপূর্ণ মস্তিষ্কওয়ালাদের সঙ্গে বিতর্কের এই এক সমস্যা: যুক্তি বলে কিছু তো নেইই তাদের থলেতে (আছে শুধু তাদের ঐশী কিতাব), উপরন্তু যুক্তিতে কোণঠাসা হয়ে পড়লে তারা সচরাচর প্রয়োগ করে তাদের প্রিয় তিনটি অস্ত্র: গালিগালাজ, অভিশাপ ও হুমকি।
Atheist Experience-এর লাইভ অনুষ্ঠানে এক খ্রিষ্টান ছাগু ফোন করে কী কাণ্ডটাই না করলো! অবশ্য তাকেও ছেড়ে দেয়া হয়নি। ব্যাপক প্যাঁদানি দেয়া হয়েছে যথাসাধ্য ভদ্রভাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন