মঙ্গলবার, ২২ মে, ২০১২

ইছলামী বিগ্যান: সূর্যাস্ত

কোরান-হাদিস তথা ইসলাম সকল বিগ্যানের উৎস। আজ আমরা জানবো সূর্যাস্ত বিষয়ে ইসলামী বিগ্যানের মতবাদ। কোরানে স্পষ্ট করে লেখা আছে, সূর্য অস্ত যায় কর্দমাক্ত জলাশয়ে। জোকার নায়েক জাতীয় ইসলামবাজেরা অবশ্য ইসলামের পশ্চাদ্দেশ বস্ত্রাবৃত রাখতে গিয়ে এই কথার বিদঘুটে বিশ্লেষণ করে চলে যায় আল্লাহ ও নবীর মতবাদের বিরুদ্ধে। কারণ কোরানে উল্লেখিত আয়াতটি হাদিসে মুহম্মদের বাণী দিয়ে স্পষ্টভাবে সত্যায়িত করা আছে। ফলে জোকার নায়েকেরা ইসলামের খসে পড়া লুঙ্গি সামলাতে গিয়ে জেনেশুনেই আল্লাহ ও তার পেয়ারে নবীর বাণী অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখায়। এরাই কিন্তু প্রকৃত কাফের, মুরতাদ। 

সাড়ে চোদ্দ মিনিটের ভিডিওতে ধাপে ধাপে কোরানীয় বিগ্যানের এই অধ্যায়টির বিশ্লেষণ করা হয়েছে। না দেখলে কবিরা গুনাহর নিশ্চয়তা দেয়া রইলো। 


ভিডিওটির নির্মাতা এক ঈমান্দার খ্রিষ্টান। তবে তার বক্তব্য ব্যক্তিগত মতনির্ভর তো নয়ই, বরং কোরান-হাদিসনির্ভর। আর তাছাড়া বিভিন্ন ধর্মের পারস্পরিক পোন্দাপুন্দি আমি বড়োই উপভোগ করি। আমাদের হয়ে অনেক কাজ তারাই করে দেয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন