শুক্রবার, ১৮ মে, ২০১২

ধর্মাতুল কৌতুকিম – ৪০

১১১.
এদিক-ওদিক তাকিয়ে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো হতভম্ব আত্মা:
- আমি কোথায়? 
ফেরেশতা জানালো গম্ভীর স্বরে:
- বেহেশতে। 
- তাহলে চারপাশে তারকাঁটার বেড়া কেন? 
হুমকির সুরে ফেরেশতা বললো:
- কথা কম বেহেশতে!

১১২.
ধর্ম বিষয়ে বিতর্ক চলছে দুই পাতি মোল্লার। দু'জনেই নিজেদের অবস্থান সঠিক বলে দাবি করছে। মীমাংসা খুঁজতে তারা চললো ইমামের কাছে। সব শুনে ইমাম বুঝলো, দু'জনের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী হলেও দু'জনের কথাই ঠিক, কারণ কোরান সাক্ষ্য দিচ্ছে দু'জনের পক্ষেই। তাই ইমাম বললো: 
- এর সমাধান আমার জানা নেই। চলো ,আমরা হেড মাওলানার কাছে যাই। 
পুরো কাহিনী শুনে হেড মাওলানা একজনের দিকে ঘুরে বললো:
- তোমার কথা ঠিক। 
তারপর অন্যজনের দিকে তাকিয়ে বললো:
- তোমার কথাও ঠিক।
ইমাম জিজ্ঞেস করলো উদ্বিগ্নস্বরে :
- সেটা কীভাবে সম্ভব? দু'জনের কথা তো একেবারেই পরস্পরবিরোধী! 
মাওলানা তাকালো ইমামের দিকে, বললো: 
- তোমার কথাও ঠিক।

১১৩.
সমুদ্রতীরে বালু নিয়ে খেলছে নগ্ন দুই খুদে বালক-বালিকা। বালকটি সুন্নি আর বালিকাটি শিয়া সম্প্রদায়ের। খেলতে খেলতে বালকটি এক সময় বালিকাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বললো:
- কখনও ভাবিনি, শিয়া আর সুন্নির মধ্যে এতো পার্থক্য! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন