'পবিত্র' (holy) নামের ধারণাটি কি ধর্মের আবিষ্কার? কী জানি! তবে ধর্মগুলো যে এই ধারণাটিকে সবচেয়ে বেশি ব্যবহার করে, তাতে সন্দেহ নেই: পবিত্র কিতাব, পবিত্র স্থান, পবিত্র ভবন, পবিত্র ব্যক্তি, পবিত্র ব্যক্তির ব্যবহৃত বা ব্যবহার্য পবিত্র পোশাক ও নানাবিধ পবিত্র বস্তু ইত্যাদি ইত্যাদি...
বাস্তবতার বিবেচনায় 'পবিত্র' বলে কিছু থাকার কথা নয়। তবে 'পবিত্র' আখ্যা যদি কোনওকিছুকে দিতেই হয়, তবে কোনও পার্থিব বস্তু বা ব্যক্তির যোগ্যতা নেই সেটা অর্জনের।
১৯৬০ সালে হলিউডে নির্মিত দুঃসাহসিক ছবি Inherit the Wind ছবি থেকে নেয়া প্রায় তিন মিনিটের একটি সংলাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন