শনিবার, ২৬ মে, ২০১২

হ্রস্বরসবাক্যবাণ – ৪২

১. 
আমরা বেশ্যালয়কে খারাপ জেনে বড় হলেও স্বর্গ খুব ভাল জায়গা বলে শিখি! বেশ্যাগমন পাপ হলেও আমাদের শেখানো হয় হুরীগমন পুণ্যের! 
(থাবা বাবা)

২. 
পৃথিবীতে সবচেয়ে অকৃতজ্ঞ গোষ্ঠী হইতেছে বিজ্ঞানী সম্প্রদায় - এরা কোরানের সহায়তায় নানান কিছু আবিস্কার করে কোরানকেই অস্বীকার করে। এদের জন্য মহান আল্লাহফাঁক হাবিয়া দোজখ প্রস্তুত করিয়া রাখিয়াছে। সবাই বলুন আমিন। 
(পূর্ব পুরুষ)

৩. 
দৃষ্টি- বা শ্রুতিবিভ্রমকে সত্য বলে মেনে নেয়াটা মস্তিষ্কবিকৃতির লক্ষণ; আর অন্য কারুর দৃষ্টি- বা শ্রুতিবিভ্রমকে সত্য বলে মেনে নেয়ার নাম ধর্ম।
(সংগৃহীত ও অনূদিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন