মঙ্গলবার, ২৯ মে, ২০১২

ইসলামপচানির শাস্তি

পরম শান্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলামে আল্লাহ-নবী ও ধর্মের 'মহত্ত্ব' ও 'পবিত্রতা' বিষয়ে ঠাট্টা-পরিহাস (blasphemy) করার শাস্তি কী, জানাচ্ছে এক ইসলামবাজ কোরান থেকে উদ্ধৃতি দিয়ে: 
তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে।
এখানেই কাহিনীর শেষ নয়। সেখানে আরও বলা হচ্ছে:
এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
(সুরা ৫.৩৩)
খাইসে! বিয়াফক ডরাইসি! আমগোর কী হইবো তাইলে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন