ধর্মান্তরিত হওয়া এবং প্রিয় মাদকের বদলানোর মধ্যে কোনও পার্থক্যই নেই। তবু ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত যে কারুর ব্যক্তিগত অধিকার। ধর্ম পরিবর্তন বা ত্যাগের কারণে কাউকে হত্যার বিধান, খুব সম্ভব, কোনও ধর্মেই নেই। একমাত্র ব্যতিক্রম - ইসলাম। হাদিসে নবীজির বয়ানে ইসলামত্যাগকারীকে হত্যার স্পষ্ট নির্দেশ দেয়া আছে।
২০০৭ সালে বিবিসি-র বানানো একটি ডকুমেন্টারিতে দেখানো হয়েছে ইসলামী ইতরামির আরও একটি রূপ: ব্রিটেনে যেসব মুসলিম ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছে, তাদেরকে মুসলিমরা হত্যা করেনি বটে (হাজার হোক, ব্রিটেন ইসলামী দেশ নয়, ধর্মের নামে হত্যা করে পার পাওয়া যাবে না), তবে যথাসাধ্য ছহীহ ইছলামী আচরণ করে থাকে তাদের প্রতি।
আটচল্লিশ মিনিটের ডকুমেন্টারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন