একটি মানবাধিকার গ্রুপ ও কিছু মানবাধিকার কর্মীর যৌথ পিটিশনের পরিপ্রেক্ষিতে ফাকিস্তানের মতো ধর্মপুষ্ট দেশের আদালত রায় দিয়েছে, ইন্টারনেটের সাইট ব্লক করা সে দেশের সংবিধানের পরিপন্থী।
পড়ে খুবই লজ্জিত হলাম। নাগরিক অধিকার, বাকস্বাধীনতা ইত্যাকার বিষয়ে আমরা ফাকিস্তানের চেয়ে পিছিয়ে পড়ছি কি? আমি আইন ও সংবিধান বিষয়ে বড়োই অজ্ঞ। তাই প্রশ্ন জাগে, আমাদের দেশের সংবিধান কি ফাকিস্তানী সংবিধানের চেয়েও নিম্নমানের?
* লিংক পাঠিয়েছেন হযরত নালায়েক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন