শুক্রবার, ৪ মে, ২০১২

ভিডিও লিংকিন পার্ক - ০২

১.
অস্ট্রেলিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত Atheist Convention-এ ঢোকার মুখে গুটিকয়েক আল্যার বান্দা তাদের স্বভাবজাত অসভ্য ও কুৎসিত স্লোগানমুখর পিকেটিং করেছিল। শুরুতে নাস্তিকেরা গায়ে মাখায়নি, পরে অতিষ্ঠ হয়ে প্রতি-স্লোগান দিতে শুরু করে তারা। না, স্লোগানের বাণী কুৎসিত ছিলো না, ছিলো মজাদার ও সৃজনশীল। দাড়িয়াল ভাইয়েরা এতে হতচকিত হয়ে পড়ে। ভিডিওর সমাপ্তিটা সবচেয়ে উপভোগ্য।
দৈর্ঘ্য: ৩ মিনিট। 
(লিংক: বাবলা) 

২. 
দৈর্ঘ্য: ৫৯ মিনিট। 

৩. 
ঈশ্বর সত্যিই থেকে থাকলে একজন নাস্তিক তাকে কী বলতো? এ নিয়ে খুব চমৎকার বক্তব্যের ভিডিও। ভিডিও ট্র্যান্সক্রিপ্ট এখানে। 
দৈর্ঘ্য: ৮ মিনিট 

৪. 
বিবর্তনবাদী র‍্যাপ সঙ্গীত গেয়ে সুনাম কুড়িয়েছেন কানাডীয় গায়ক Baba Brinkman. এই কাজে তিনি লেগে রয়েছেন নিষ্ঠার সঙ্গে। তাঁর সাম্প্রতিকতম গানের নাম: Creationist Cousins. লিরিকস এখানে পাওয়া যাবে। তাঁর আরও গান শুনতে Baba Brinkman লিখে ধর্মকারীতে খোঁজ লাগান।
দৈর্ঘ্য: সাড়ে ৬ মিনিট। 

৫. 
সব ধর্মই বল্দার্গু। তবে এই বল্দার্গুর সার ব্যবহার করে জন্ম নিয়েছে ঈমানপুষ্পকণ্টকিত নিষ্ফলা এক অপ্রয়োজনীয় আগাছা, যেটার নাম ধর্মানুভূতি। সেই বস্তুটি বেজায় ভঙ্গুর হলেও শেকড় বড়োই গভীরে প্রোথিত। প্রিয় ইউটিউবার, জনগণের নাস্তিক, ক্ষ্যাপাটে (তবে অযৌক্তিক নয়) ডাস্টি স্মিথ বলছেন, তথাকথিত এই ধর্মানুভূতিকে আর সম্মান দেখানোর প্রয়োজন নেই। সময় এসেছে সেটাতে ছিন্নমূল করার। ভিডিওটা এক বছর আগের। কীভাবে যেন মিস করেছিলাম। এই ভিডিওতে ডাস্টি স্বরূপে আবির্ভূত হন ২.০০ মিনিট থেকে। 
দৈর্ঘ্য: ৬ মিনিট

৬. 
বহু বছর চার্চে ধর্মযাজকের দায়িত্ব পালন করেছেন তাঁরা। তারপর এক সময় অনুভব করেছেন, নিজেকে এবং মানুষদেরকে প্রতারণা করা আর সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে। তাঁরা ধর্মবিশ্বাস ত্যাগ করে নাস্তিক বনে গেছেন। সাম্প্রতিকতম তিনজন বলছেন তাঁদের নিজস্ব কাহিনী।
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৩৩ মিনিট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন