বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

মিতকথন

লিখেছেন নিলয় নীল

আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছে, তারা সবাই কোরান বা হাদিস থেকে জ্ঞান নিয়ে বা তথ্য চুরি করে বিখ্যাত হয়েছে।

এই যেমন ইমরান হাশমী। কী করে সে বৈজ্ঞানিক উপায়ে লিপ কিস করার জন্য বিখ্যাত হলো?

হ্যাঁ, বৈজ্ঞানিক উপায়ে লিপকিস করার কথা ১৪০০ বছর পূর্বেই সুনান আবু দাউদের ১৩:২৩৮০ হাদিসে রয়েছে। ইমরান হাশমী শুধুমাত্র তা চুরি করে আজ এত বিখ্যাত। (ছোভানাল্লাহ)

Narrated by Ayesha: The Prophet (PBUH) used to kiss her and suck her tongue when he was fasting.

منا ابو داوود, رواها عائشة: إن النبي صلى الله عليه وسلم كان وقالت لها ان اللسان وهو الصوم (Arabic)

অনুবাদ: উমিনুল মুমেনিন আয়েশা বর্নিতঃ নবী(সঃ) রোজার সময় আয়েশাকে প্রায়শই চুমু খেতেন এবং আয়েশার জিহ্বা চুষতেন। 

লিখেছেন ধর্মপ্রাণ প্লেবয় 

আল্লাহ কি সব পাপ ক্ষমা করেন? এ বিষয়ে সূরা আল-যুমারের ৫৩ নং আয়াতে বলা আছে তিনি সকল পাপ ক্ষমা করেন। "বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। '' আবার সূরা নিসার ১১৬ নং আয়াতে আল্লাহ বলেছেন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেননা। "নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।" 

এর মধ্যে কোনটি শয়তানের আয়াত? 

লিখেছেন Fallen Angel

তারা বলে যে, তাদের ধর্ম শান্তির ধর্ম... তারপর তারা বলে যে, আমাকে মেরে ফেলা উচিত...

তারা বলে যে, তারা মানুষে মানুষে কোনো ভেদাভেদ করে না... তারপর তারা বলে যে, আমাকে ছুঁলে বা আমার কাছে আসলে তাদের গুনাহ হবে... আমি তাদের creeply poke করি... আর করতেই থাকি...

তারা বলে যে, তারা অন্য মানুষের বিশ্বাসের প্রতি সহনশীল... তারপর তারা আমাকে আবার মুসলিম বানানো তাদের লাইফের মিশন বানিয়ে ফেলে...

তারা এটাও দাবি করে যে, তারা মুসলমান... তবে তারা নিজেদের সাথে জানালার মতো ব্যবহার করে না (পর্দা), কুরআন-হাদিসের সব কিছু জেনে কিংবা না জেনে মেনে চলে না... আর তারা কেউই অন্তত তিনটা কালিমা পারে না (তাদের ভাষ্যমতে, তিনটা কালিমা না জানলে নাকি মুসলমান হওয়া যায় না... আজকের আগে জানতাম না... সবচেয়ে মজার বিষয়: সবচেয়ে জানালাশীল যে জন, সে একটাও পারে না! আরে বাপ!! আমিও একটা পারি!! তুই কেল্লেইগা পারস না!!?)

সত্যি সেলুকাস! কী বিচিত্র এ জাতি!

কাদের কথা বলিতেছি, তা তাদের খাতিরে পোরোকাশ (হ্যাঁ, পোরোকাশ) করা হইলো ন। তয় জোরাজুরি করিলে বলিয়া দিয়াতে (হ, দিয়াতে) পারি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন