রবিবার, ২০ মে, ২০১২

লিংকিন পার্ক - ৪৭

১.
ধর্মীয় গাধামির সীমা-পরিসীমা আসলেই নেই। ভারতে হিন্দু ধর্মাবলম্বী নিঃসন্তান দম্পতিদের মধ্যে এখন ব্রাহ্মণ-বীর্য বহুল বাঞ্ছিত বস্তু। এ প্রসঙ্গে ফেসবুকে হাঁটুপানির জলদস্যু ব্রাহ্মণদের জন্য একটি ব্যবসায়িক প্রকল্প প্রস্তাব করেছেন। প্রতিষ্ঠানের নাম ও স্লোগান হবে: আদি শুক্রাচার্য স্পার্মাসিউটিক্যালস। আমরা সারা সপ্তাহ শুক্রবার করি।
(লিংক: ব্রাহ্মণ কুলাঙ্গার কৌস্তুভ)

২.
ধর্মবিশ্বাস প্রবল হলে মগজ নিশ্চয়ই নিষ্ক্রিয় হয়ে পড়ে, নইলে নিরন্তর এতো বোধবুদ্ধিহীন কর্ম ধর্মবিশ্বাসীরা কী করে করতে পারে! ধর্মগুরুর পরামর্শে নিজ সন্তানকে জীবন্ত কবর দেয়ার সিদ্ধান্ত নিতে পারে কেবল তারাই। এই খবর প্রসঙ্গে ফেসবুকে রঞ্জন নন্দী মন্তব্য করেছেন, ধর্মগরুরা পরামর্শ দেয় - আর ধর্মগাধারাও সেই পরামর্শ শুনে সন্তানকে হত্যা করে! 
(লিংক: পাদুকা) 
   
৩.
৩৫০ পাউন্ড ওজনের কালো মার্বেলের তৈরি শিবলিঙ্গ (আকারটি অনুমান করুন ) কে বা কাহারা উপাসনালয়ের বাইরে ফেলে রেখেছে বলে মমিন হিন্দুদের শিবলিঙ্গ... থুক্কু, ধর্মানুনুভূতি উত্থিত হয়েছে।

৪.
বৌদ্ধধর্মের রেপুটেশনের লুঙ্গি থেকে থেকেই দমকা বাতাসে উড়ে গিয়ে অনেক অপ্রিয় বিষয় জনদৃষ্টিগোচর করে ফেলে। সম্প্রতি কোরিয়ায় ফাঁস হওয়া এক ভিডিওতে এ জগতের পার্থিব চাহিদা, বাসনা-কামনা থেকে মুক্ত কয়েকজন বৌদ্ধ ভিক্ষুকে এক হোটেল রুমে ধূমপান, মদ্যপান ও বিপুল পরিমাণ অর্থ নিয়ে জুয়া খেলায় মত্ত অবস্থায় দেখা গেছে। টাকাগুলো বৌদ্ধধর্মবিশ্বাসীদের দান করা বলে ধারণা করা হচ্ছে। আরও বলা হচ্ছে, এটা বৌদ্ধ ধর্মগুরুদের দুর্নীতির বিশাল হিমশৈলের ছোট্ট উপরিভাগ মাত্র।

৫.
(লিংক: ছাগলনাইয়ার বনলতা সেন)

৬.
(লিংক: ছাগলনাইয়ার বনলতা সেন)

৭.
মনে হচ্ছে, আধ্যাত্মিক শুদ্ধিকরণ প্রক্রিয়ায় ধর্ষণ একটি অনিবার্য উপাদান।

৮.
অনুসারীদের কাছে রক্তমাংসের ঈশ্বর হিসেবে পরিচিত এক ধর্মগুরু পনেরো বছর বয়সী বালিকার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেছিল নিজেকে the Holy Ghost বলে পরিচয় দিয়ে তাকে "great blessings"-এর প্রতিশ্রুতি দিয়েছিল। ঈশ্বর এখন জেলে।

৯.
ইরানে ওয়েব সেন্সরশিপ ফিল্টারে আটকা পড়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির বাণী

১০.
গত শতাব্দীর তিরিশের দশক থেকে শুরু করে এ যাবত দেড় লক্ষ আইরিশ শিশু ক্যাথলিক ধর্মযাজকদের যৌননির্যাতনের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চার্চ এসব ঘটনা ধামাচাপা দিতে অতিশয় দক্ষ।

১১.
ধর্মগুলোও কি ক্রমশ ডিজিটাল হয়ে পড়বে? কাবার সাইটে চক্কর দিয়ে, শয়তানকে ভার্চুয়াল পাথর মেরে, নারী-যৌনাঙ্গসদৃশ কালো পাথরে ভার্চুয়াল চুমু খেয়ে ভার্চুয়াল হাজি কি হওয়া যাবে অচিরেই? কে জানে! তবে ভারতে সামান্য অর্থের বিনিময়ে অনলাইনে পূজা করার ব্যবস্থা চালু হয়েছে।

১২.
বিশ্বাসাক্রান্ত মগজ - নিষ্ক্রিয় মগজ। অকেজো মগজসম্পন্ন এই জাতীয় ধর্মগাধারা মনে করে, চিকিৎসা অপেক্ষা প্রার্থনা উত্তম। চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করা এক মেয়ের মা ও তার ধর্মগুরুকে অভিযুক্ত করা হয়েছে। 

১৩.
হোমিওপ্যাথিতে আস্থা - ধর্মবিশ্বাসের ভিন্ন একটি ধরন মাত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোমিওপ্যাথি চিকিৎসার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে বলেছে, "হোমিওপ্যাথি এইসব রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কোনো ভূমিকা রাখে না এবং এ পদ্ধতির চিকিৎসার কারণে এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা মারাও যেতে পারেন। ... আমরা এ পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির কার্যকারীতা ও উপকারীতার কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখি নি। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ডায়ারিয়া রোগ প্রতিরোধে ও এর চিকিৎসায় কোনো ভূমিকা রাখে না এবং এ রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি পদ্ধতি বৈজ্ঞানিক পথ-নির্দেশনা ও পরামর্শের পরিপন্থি।"

১৪.
সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, আমাদের অঞ্চলের হাইকোর্টগুলোর স্পষ্টতই মস্তিষ্কবিকৃতি দেখা দিয়েছে। ভারতের হাইকোর্ট বলেছে, মেয়েদেরকে হতে হবে সীতার মতো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন