মঙ্গলবার, ১ মে, ২০১২

যুক্তির কণ্ঠ

ঈশ্বরবিশ্বাস ও ধর্মগুলোর অসারত্ব, কাল্পনিক ঈশ্বরের অকল্পনীয় নিষ্ঠুরতা, উদাসীনতা ও দায়িত্বহীনতা বিষয়ে স্যাম হ্যারিসের অসামান্য বক্তব্যসম্বলিত একটি ভিডিও আগে প্রকাশিত হয়েছিল ধর্মকারীতে। ঠিক সেই কথাগুলোই ব্যবহার করে ছবি ও সঙ্গীত সহযোগে মারাত্মক সুন্দর (শৈল্পিক মানে নয়, আবেদনে) একটি ভিডিও বানিয়েছেন ইউটিউবার dogmaticCURE. একেবারে মনের ভেতরটা ছুঁয়ে যায়। দেখতে দেখতে ভাবছিলাম, আহা, ভিডিওটার বাংলা করা যেতো যদি! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন