শনিবার, ৫ মে, ২০১২

নিঃসীম নূরানী অন্ধকারে - ১০

লিখেছেন কবীর উদ্দীন

৪৬. 
আসুন বন্ধুগণ সকলে মিলে কিছুক্ষণ প্রাণ খুলে হাসি।

"আমি নিচের আকাশকে তারকারাজি দ্বারা সাজিয়েছি। রক্ষা করেছি আকাশকে বিদ্রোহী শয়তান হতে। ওরা ঊর্ধাকাশে কিছু শুনতে পায়না, ওদের উপর সবদিক হতে উল্কা নিক্ষিপ্ত হয়, তাড়ানোর। ওদের জন্য আছে স্থায়ী শাস্তি। কেহ গোপন কথা শুনলে জ্বলন্ত উল্কা তার পশ্চাদ্ধাবন করে।" ৩৭: ৬-১১

খুবই হাস্যকর তাই না?

৪৭. 
আমি মানুষ সৃষ্টি করেছি মাটি হতে। তারপর তাকে শুক্রাকারে স্থাপন করি এক নিরাপদ স্থানে। পরে শুক্রাণুকে পরিণত করি জমাট রক্তে, পরে জমাট রক্তকে পরিণত করি পিণ্ডে, পিণ্ডকে অস্থিতে, পরে অস্থিকে আবৃত করি গোসত দিয়ে। ২৩: ১২, ১৩, ১৪

আল্লাপাকের এই ভ্রুণ তৈরির প্রকৃয়ায় শুধু শুক্রাণু দেখা যাচ্ছে। ভ্রুণ সৃষ্টিতে কি ডিম্বানুর কোন দরকার নাই??

৪৮. 
কাফেরদের কেউ মরলে তাদের জানাযায় শরীক হবে না, দোয়ার জন্য কবরের কাছে দাঁড়াবে না। ৯: ৮৪

এ রকম সহিংস কথা আল্লা বলতে পারলেন! 

৪৯. 
হে মুমিনগণ, তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে কখনো বন্ধু নির্বাচন করোনা। যারা করবে আল্লাহর সাথে তাদের কোন সম্পর্ক থাকবেনা। ৩: ২৮, ১১৮

এই একই কথা আরো অনেকগুলো আয়াতে আছে। সুতরাং ঈমানদার মুমিনদের যদি কোন বেঈমান কাফের বন্ধু থাকে তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা আল্লার আদেশ ও ঈমানী কর্তব্য। 

৫০.
তিনি ৬দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আগে তার তখত ছিল পানির উপরে। ১১; ৭

আল্লাহ পূর্বজন্মে পানিতে বাস করতেন! তিনি কি তখন মৎস প্রজাতির ছিলেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন