লিখেছেন দুর্জয় সরকার
অনেক মুসলমানরা আইজকাল দেখি এই রেফারেন্স দেয়।
ভাবিষ্য পুরানের ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ শ্লোক ৫-৮-এ বলা হয়েছে:
একজন ভিনদেশী আসবেন, তিনি কথা বলবেন ভিন্ন ভাষায় (সংস্কৃত নয়), তাঁর অনেক সঙ্গী-সাথী থাকবেন (অর্থাৎ সাহাবাগন) এবং তার নাম হবে মোহাম্মাদ। তিনি জন্ম নিবেন মরু অঞ্চলে (আরব দেশে) এবং এই বালুবহুল স্থান থেকে তিনি বিশাল বাহিনী তৈরি করবেন শয়তানদের ধংস করার জন্য।
ভাবিষ্য পুরানের ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ শ্লোক ১০-২৭-এ বলা হয়েছে:
ঈশর বলেন, আমি একজন ঋষি পাঠাব যার নাম হবে মহাম্মাদ, তিনি সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন। যার উত্তরসূরীদের খৎনা দেওয়া থাকবে। তারা প্রার্থনার আগে আহবান করবে (নামাযের আগে আযান); তারা একটা বিপ্লব সৃষ্টি করবে। তারা হালাল পানি খাবে, কিন্ত শুকরের মাংস খাবে না।
আর বলা হয়েছে, তিনি আসমানি কিতাব পাবেন এক গুহার মধ্যে (আমরা জানি তিনি হেরা গুহায় কিতাব পেয়েছিলেন)।
কল্কি পুরান 2nd অধ্যায় ১৫ নং অনুচ্ছেদে আছে:
তিনি জন্ম নেবেন মাসের এক ১২ তারিখে (আমরা জানি মোহাম্মাদ (সঃ) ১২ ই রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্ম গ্রহন করেছিলেন)।তাকে বলা হয়েছে অন্তিম ঋষি (সর্বশেষ বার্তাবাহক এবং সবাই জানে মোহাম্মাদ (সঃ) সর্বশেষ নবী।আর বলা আছে তার বাবার নাম হবে বিষ্ণুইয়াসি যার অর্থ সৃষ্টিকর্তার গোলাম। আব্দুল্লাহ শব্দের অর্থ ও সৃষ্টিকর্তার গোলাম।
তারা কি জানে তারা কি বলছে ? তারা বুঝেও নাই, তাগো কথার মানে হইতেছে তারা হিন্দু ধর্মেরই অংশ। :D
যেই হিন্দুরা মালাউন, কাফের। তার মানে মুসলমানরাও মালাউন, কাফের।
আসল কথা কথা হইলো, যেই লাউ হেই কদু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন