আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ২০ মে, ২০১২

নিঃসীম নূরানী অন্ধকারে - ১৩

লিখেছেন কবীর উদ্দীন

৬১.
একান্ত নবী তোমাদের সবাইকে ত্যাগ করলে তার রব তোমাদের স্থলে হয়তো তাকে দেবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী, তারা হবে মুসলিম, মুমিন, বিনয়ী ও তওবাকারী, রোজাদার, বিধবা ও কুমারী। (কোরান ৬৬; ৫)
নবীজি তার সবগুলো পুরাতন বিবিকে একযোগে তালাক দিয়ে নিত্য-নতুন আরো কতগুলো বিয়ে করে আনার নূরানী হুমকি দিচ্ছেন তার বিবিদের। কী সাংঘাতিক নূরানী ব্যাপার! সবাই বলেন, আমিন।

৬২.
ব্যভিচারিণী ও ব্যভিচারী প্রত্যেককে এক'শ দোররা মারবে, আল্লার বিধান প্রতিপালনে তাদের প্রতি যেন তোমাদের দয়া না জাগে, যদি তোমাদের আল্লা ও পরকালে বিশ্বাস থাকে।মুমিনদের একটি দল যেন শাস্তিদানকালীন উপস্থিত থাকে। (কোরান ২৪; ২)
তাহলে দাসী ও যুদ্ধবন্দিনী সম্ভোগ কেন ব্যভিচারের পর্যায়ে পড়ে না? তবে মানুষকে প্রেমের অপরাধে দোররা মারা হবে আর দয়ালু মহামানব মুমিনগণ সে মনোরম দৃশ্য পরমানন্দে দু'চক্ষু মেলে উপভোগ ক'রে স্বর্গীয় সুখ লাভ করবেন। বাহ্, কী শান্তিময় জীবন-ব্যবস্থা!

৬৩.
আল্লাই ঊর্ধ্বদেশে খুঁটি ছাড়া আকাশমণ্ডলী স্থাপন করেছেন। (কোরান ১৩; ২)
হাসির খোরাক। 

৬৪.
তোমার বিদ্বেষীরাই নির্বংশ, লেজকাটা বানর। (কোরান ১০৮; ৩)
অমুসলিমরা সবাই কি নির্বংশ? তাদের কি বংশ বৃদ্ধি হয় না? তাহলে এত অমুসলিম এল কোথা হতে? লেজকাটা বানর ব'লে আল্লা গালি দিচ্ছেন মানুষকে? বানরের লেজ কাটল কে? 

৬৫. 
নিজেদের লজ্জাস্থানের রক্ষণাবেক্ষণ কর। তবে নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীদের বেলায় ভিন্ন কথা, এতে নিন্দনীয় হবে না। (কোরান ২৩; ৫,৬)
অসহায় দাসীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি নিন্দনীয় না হয়, নিন্দনীয় তবে আর কী আছে এই পৃথিবীতে? কর্মক্ষেত্রে পরিচারিকাদের কি কোন নিরাপত্তা বা সম্মান থাকতে নেই শান্তির ধর্ম ইসলামে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন