শুক্রবার, ২৯ জুন, ২০১২

মিতকথন

লিখেছেন ধর্মপ্রাণ প্লেবয়

মুসলিম আস্তিকদের কাছ থেকে প্রায়ই একটা দাবী শোনা যায় যে, নাস্তিকরা ইসলামবিদ্বেষী। অথচ প্রকৃতপক্ষে মুসলিমরাই নাস্তিকবিদ্বেষী। যে দেশগুলোতে নাস্তিকদের সংখ্যা তুলনামূলক বেশি, সেখানে কেউ নাস্তিক থেকে ঈশ্বরবিশ্বাসী হলে তাদের জন্য দমনমূলক আইন নেই। অন্য অনেক ধর্মেই ধর্মান্তরিত হওয়ার জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই। এবার দেখি শান্তির ধর্ম ইসলাম এটাকে কীভাবে দেখে? আমি এখানে শরীয়া আইনের ক্লাসিক বই হিসেবে পরিচিত ও আল-আজহার অনুমোদিত "Reliance Of Traveller" বই থেকে রেফারেন্স দিচ্ছি। এর h1.2-তে বলা হয়েছে, কোনো মুসলিম তার ধর্ম ত্যাগ করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর ৮.১ ও ৮.২ তে বলা হয়েছে কেউ যদি ইসলাম ত্যাগ করে এবং তওবা করে ইসলামে ফিরে না আসে তবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কেউ যদি ইসলাম ত্যাগ করে অপরাধ করেই থাকে, তবে আল্লাহ থেকে থাকলে তিনি পরকালে তাকে অনন্তকাল নরক পুড়িয়ে শাস্তি দিবেন। শাস্তি হিসেবে কি সেটাই যথেষ্ট নয়? 


লিখেছেন দাঁড়িপাল্লা

স্যেকুলার মুসলিম, মডারেট মুসলিম - উহারা কোন টাইপের বালছাল?
জানিতে হইলে আরো কয়েকটি সহজ প্রশ্নোত্তর দেখা যাক:
উহাদের ধর্ম কী? - ইসলাম।
উহাদের ধর্মগ্রন্থ কী? - কোরান।

সিদ্ধান্ত: উহারা আধুনিক সুবিধাবাদী বালছাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন