শুক্রবার, ৮ জুন, ২০১২

ছহীহ নৃত্য

মূল ভিডিওটি ইউটিউব সরিয়ে ফেলেছিল বটে অনেকে বঞ্চিত হয়েছেন নৃত্যসুধা থেকে। তবে সেটির বিকল্প লিংক খুঁজে বের করে পাঠিয়েছেন সায়ন


স-ভূমিকা লিংক পাঠিয়েছেন কজমিক ডাস্ট

পাকিস্তানে দেওবন্দী আর বেরেলভী মুসলমানদের শত্রুতা ইহুদী-আরব অথবা শিয়া-সুন্নি বিবাদের চেয়ে কোনও অংশে কম নয়। এ বলে ও কাফের আর ও বলে যে এ কাফের। ভিডিওটি আপলোড করেছেন একজন দেওবন্দী মুসলিম এবং তার দাবী যে ভিডিওতে এক মেয়ের সঙ্গে যে নাচানাচি করছে সে একজন বেরেলভী কিন্তু কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে যে বেরেলভীরা বলছে যে এটা কোনও দেওবন্দী মুফতি।

সে যা-ই হোক, পাঁচ মিনিট স্থায়ী এই নাচ বাংলাদেশী ছায়াছবিতে হরদম ব্যবহৃত সুড়সুড়িদায়ী নাচের প্রতিফলন স্পষ্ট।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন