আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ৬ জুন, ২০১২

মুসা নবীর কেরামতির বৈজ্ঞানিক ব্যাখ্যা

লিখেছেন হযরত আবুল বকরি (রাঃ)

ব্যাখ্যা: 
নিউটনের সুত্র অনুযায়ী - প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে আমরা দেখতে পাই, হযরত মুসা (আঃ) যখন লাঠি দ্বারা পানিতে আঘাত করে তখন সেই আঘাতের বলের বিপরীত প্রতিক্রিয়া হিসেবে পানি সরে যায়। কিন্তু আমরা আঘাত করলে তা হয় না। তার কারণ মুসা যখন আঘাত করে তখন সেই আঘাতের সাথে আল্লাহর কুদরত যুক্ত হয়, যা অনেক বেশি বলের সৃষ্টি করে। ফলে বিপরীত প্রতিক্রিয়াও বেশি হয় এবং নদীর পানি দুদিকে সরে যায়। 

(ছবিতে ক্লিক করে পূর্ণাকারে দেখুন)

আমরা সমীকরণে দেখতে পাচ্ছি, PS  =LA + AK. 
এখানে PS = Panir Shoron (পানির সরণ) 
LA = Lathir Aghat (লাঠির আঘাত) 
AK = Allah'r Kudrot (আল্লাহর কুদরত) 

আল্লাহর কুদরত যখন মুসার লাঠির আঘাতের সাথে যুক্ত হয়, তখন বিপরীত প্রতিক্রিয়া বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। আর ফলে পানি দু'দিকে সরে যায়। অথচ এই সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই নাস্তিক ভাইয়েরা মেনে নিতে চায় না। তারা বুঝতে চায় না, আল্লাহর কুদরত না থাকলে সারাদিন পানিতে লাঠি দিয়া আঘাত করলেই পানি দুদিক সরবে না। সব আস্তিক ভাই মুসার এই কেরামতি দেখে বলেন: সুভানাল্লা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন