লাল ট্রাফিক লাইট উপেক্ষা করায় সাইকেলারোহী এক পাদ্রীকে থামালো ট্রাফিক পুলিশ, বললো:
- আইন সকলের জন্য সমান। আপনাকে জরিমানা দিতে হবে।
পাদ্রী বললো:
- হে বৎস, তুমি জানো না, আমার সঙ্গে ঈশ্বর আছে সব সময়। আমার ধারণা, ওই মুহূর্তে ঈশ্বরই সাইকেল চালচ্ছিলেন।
- সেক্ষেত্রে আপনাকে আরও একটি জরিমানা দিতে হবে - এক আসনের সাইকেলে দু'জন চড়ার কারণে।
১১৫.
- হুজুর, খালি ছহবত করতে মঞ্চায়। তয় বউ বা গার্লফ্রেণ্ড কেউই নাই। কিছু একটা উপায় বাতলান।
- চিন্তা করিস না। যার কেউ নাই, তার আল্লা আছে।
(রচনা: দাঁড়িপাল্লা)
১১৬.
এক বৌদ্ধ ভিক্ষু স্বভাবসুলভ ভড়ং-ধরা গেরুয়া পোশাকে দোকানে গেছে কেনাকাটা করতে। কাজ শেষে ক্যাশ ডেস্কে বড়ো অংকের নোট দিয়ে সে ফেরত-পাওনা টাকার অপেক্ষা করতে লাগলো। কিন্তু ক্যাশিয়ার নির্বিকারভাবে অন্য কাজ করছে দেখে সে জিজ্ঞেস করলো:
- আমার change কোথায়?
ক্যাশিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিলো:
- The change comes from within.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন