৭৬.
কোরান শব্দের অর্থ আবৃত্তি। সেই কোরানে একই কথার বারবার হাস্যকর পুনরাবৃত্তি।
৭৭.
মলয় দাস হিমালয় থেকে এসে বলল, সে নবুয়াত পেয়েছে। কাশেম বলল, তুমি কী করে নবুয়াত পাবে! তুমি তো হিন্দু। মলয় বলল, তাতে কী! নবী মুহাম্মদের বাবা-মাও তো পৌত্তলিক ছিলেন। তাছাড়া আল্লার কাছে কি জাতিভেদ আছে? কাশেম বলল, কিন্তু হিমালয়ে তো নবুয়াত পাওয়া যায় না। তা হেরার গুহায় পাওয়া যায়। মলয় বলল, আল্লার কাছে কি জায়গা ভেদ আছে? তাছাড়া তিনি পূর্বে ভারতবর্ষে নবী পাঠাননি, এজন্য অনেকের অভিযোগ ছিল। তাই এবার ভারতে পাঠালেন আরকি।
৭৮.
হুরীর রূপ যৌবন ও চিরকুমারীত্বের বর্ণনায় প্রেরিত মহাপুরুষগণ উচ্ছ্বসিত।
৭৯.
শুনেছিলাম, কোনো এক সময় নাকি কোরানের হরফগুলো আল্লার হুকুমে উধাও হয়ে যাবে। সেই শুভ সময় আসবে কবে?
৮০.
আল্লা যদি আকাশে ব'সে মল-মূত্র ত্যাগ করতেন, তাহলে ওসব পৃথিবীর মানুষের গায়ে পড়ত এবং মহাশূন্য আল্লার মল-মূত্রে ভ'রে যেত। তাই তিনি আমরণ অনশনব্রত পালন করে যাচ্ছেন। না খেয়ে নিজে শুকিয়ে মরছেন, তবুও বিশ্বব্রহ্মাণ্ড পরিচ্ছন্ন রাখার জন্য খাদ্য-পানীয় গ্রহণ করছেন না। তিনি যে কত মহান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন