বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

নিঃসীম নূরানী অন্ধকারে - ১৭

লিখেছেন কবীর উদ্দীন

৮১. 
আল্লার নাকি কোনো বয়স নেই! আবার তার বয়স নাকি বাড়েও না, কমেও না! তার কারণ হচ্ছে; ডাইনে আল্লার প্রেয়সীর চাচার বাড়ি, বাঁয়ের দিকে পুকুরঘাট সেই ভাবনায় বয়স তাহার বাড়ে না।

৮২.
মৃত আবু লাহাব ও তার মৃত স্ত্রীকে গালি দিয়ে মুমিনুদিগের দিনের শুরু হয়। দেড় হাজার বছর আগে মৃত মানুষের হাত ধ্বংস হবার জন্য, গলায় খেজুরের দড়ি পড়ার জন্য আল্লার দরবারে তারই শেখান বুলিতে প্রার্থনা করা হয়। 
সোনহনাল্লাহ, আসতাগফিরুল্লাহ, আমিন। 

৮৩.
জন্মিলেই মরিতে হয়। স্রষ্টা কভু জন্মেন নাই। তাই তিনি কভু মরিবেনও না।

৮৪.
আমাদের দেশে অনেক বাবা-মা এবং শিক্ষক বাচ্চাদেরকে এক ধরনের শাস্তি দিয়ে থাকেন। সেটা হচ্ছে কানে ধ'রে উঠাবসা। নামাজ আর উক্ত শাস্তি প্রক্রিয়া মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই। নামাজের সময় কিছু মারাত্মক কথা বলতে হয়, আর শাস্তি প্রক্রিয়ায় সেটি নেই। তবে কি এটা মুমিন হওয়ার অপরাধে আল্লা-প্রদত্ত শাস্তি?

৮৫.
কেউ চল্লিশ বছর বয়েসের আগে মুমিন হলে কবীরা গুনাহ হবে। কারণ স্বয়ং নবীজি মুমিন হয়েছিলেন চল্লিশে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন