বুধবার, ৬ জুন, ২০১২

মমিনের ভরসা আদালত, আল্লাহ নয়

রাজধানীর হাতিরপুল সেন্ট্রাল রোডের বাসিন্দা মরহুম মো. ইয়াহিয়ার ছেলে মাহমুদ হাসান টানা পাঁচদিন রোজা রাখেন, বহু রাকাত নফল নামাজ পড়েন ও আল্লাহপাকের কাছে তাঁর আর্জি পেশ করেন। তাতে ফল না পেয়ে তিনি দু'টি বকরি ও একটি গরু সদকা দিয়ে পরওয়ারদিগারের কৃপার প্রত্যাশায় কয়েক দিন যাপন করেন। পরে অকর্মণ্য ও নিষ্ক্রিয় আল্লাহর ওপরে গোস্বা করে তিনি গত সোমবার মহানগর হাকিমের আদালতে সকালে গিয়ে বলেন: 
- বেতা! 
মহানগর হাকিম হতবিহ্বল হয়ে প্রশ্ন করেন:
- বেতা মানে? 
- বেতা পাইসি। 
- কোথায়?
- ধর্মানুনুভূতিতে। বেজায় বেতা!
- আল্লাহর কাছে বিচার দিলেই তো পারেন। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ন্যায়বিচারক।
- বিচার দিসিলাম তার কাছে। রোজা রাখসি, নফল নামাজ পড়সি, সদকা দিসি। কুনো কাম হয় নাই। আমারে পাত্তা দ্যায় না।

এর পরে তিনি বলেন, গত ৩১ মে সালাম আজাদ রচিত ভাঙ্গা মঠ বইটি নীলক্ষেত মার্কেট থেকে কেনেন। বইটি পড়ে তিনি দেখেন, এর ভেতর লেখা হয়েছে, ‘যত দিন কোনো মানুষের মধ্যে ধর্ম থাকবে, তত দিন সে প্রকৃত মানুষ হতে পারবে না। ধর্ম হচ্ছে অশিক্ষিত মানুষের সংস্কৃতি।’ 

ধর্মানুনুভূতিতে আঘাতের অভিযোগে ভাঙ্গা মঠ বইয়ের লেখক সালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এই আদেশ দেন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন