Matt Harding ২০০৮ সালে একটি অদ্ভুত একটি ভিডিও নির্মাণ করেছিলেন। তাতে দেখানো হয়েছিল, তিনি পৃথিবীর ৪২টি দেশের নানান স্থানে স্থানীয় লোকজনের সঙ্গে বিচিত্র ভঙ্গিতে নাচছেন একটি বাংলা গানের সঙ্গে। রবীন্দ্রনাথের একটি কবিতাকে সুর দেয়া সেই গানটি গেয়েছিলেন বাঙালি মেয়ে পালবাশা সিদ্দিকী। প্রায় সাড়ে চার কোটিবার দর্শিত ভিডিওটি যারা দেখেননি, অতি অবশ্য দেখে নিন।
সম্প্রতি তিনি একই জাতীয় আরেকটি ভিডিও প্রকাশ করেছেন। অত্যন্ত মনকাড়া সুরের গানের সঙ্গে মন-ভালো-করে দেয়া ভিডিও। এরই মধ্যে বার পাঁচেক দেখে ফেলেছি।
ব্যক্তিগতজীবনে ধর্মবিশ্বাসী নন (Are you religious? প্রশ্নটি দ্রষ্টব্য) ম্যাট হারডিং। নিজেকে পরিচয় দেন মানবতাবাদী হিসেবে। তাঁর ভিডিওদুটো দেখে সেটা সত্যিই স্পষ্ট হয়ে ওঠে।
গুনাহগার হতে না চাইলে দেখে নিন প্রায় পাঁচ মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন