বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

বিশ্বাসের প্রকৃত কারণসমূহ

ধর্মবিশ্বাসীদের উদ্দেশে করা অতি সরল কয়েকটি প্রশ্নসম্বলিত অত্যন্ত অনবদ্য একটি ভিডিও পাঠিয়েছেন গোলাপ, যেটি বিশ্বাসীরা দেখতে চাইবেন বলে মনে হয় না, বা দেখলেও উত্তর দিতে চাইবেন না। অথবা বলা উচিত, উত্তর দিতে পারবেন না। তাই সমস্ত অবিশ্বাসীর উচিত হবে এই যুক্তি-অস্ত্রগুলো নিজের সংগ্রহে মজুত রাখা। 

বলে রাখা উচিত, অতুলনীয় বর্ণনার নয় মিনিটের এই ভিডিওতে নির্মাতা সংকলন করেছেন স্যাম হ্যারিস, রিচার্ড ডকিন্স, জন লোফটাস এবং কার্ল সেগানের দেয়া যুক্তিগুলো।

ক্ষমতা থাকলে আস্তিক-নাস্তিক নির্বিশেষে সকলের জন্য এই ভিডিও দেখা বাধ্যতামূলক করে দিতাম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন