হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
যারা জুম্মার নামাজ মিস করে, তাগোর জানা উচিত এই হাদিসখান। নবীজি বলসে, এই পবিত্র বারে জুম্মার নামাজের আগে প্রত্যেক মসজিদের গেটে ফেরেশতারা খাড়াইয়া যায় দারোয়ানের মতোন। তারপর তারা সময়ক্রম অনুযায়ী মসজিদগামী প্রত্যেক মমিনের নাম টুইকা লয়। তারপর ইমাম খুতবা শুরু করলেই তারা খুতবা শুনতে বইসা পড়ে খাতাপত্র গোছাইয়া।
Narrated Abu Huraira:The Prophet said, "On every Friday the angels take heir stand at every gate of the mosques to write the names of the people chronologically (i.e. according to the time of their arrival for the Friday prayer and when the Imam sits (on the pulpit) they fold up their scrolls and get ready to listen to the sermon."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন