আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ২১ জুলাই, ২০১২

বলদের রকমফের

লিখেছেন মৌনতা 

অনেকদিন ধর্মকারীতে লেখা দেই না। মন্তব্য করা অসম্ভব প্রায়, কারণ ব্লগ পড়ি অফিসে বসে, সেইখানে ধর্মকারীর মন্তব্য দেখায় না। এবারের পোস্ট কোনো জ্ঞানের কথা নিয়ে নয় - কিছু বলদ নিয়ে আমার পর্যবেক্ষণের বর্ণনা। কপালগুণে আমার সাথে ছাগু আর বলদদের সাথে প্রায়ই কথা কইতে হয়। দেশে যাদের ছাগু বলা হয়, বিদেশে ওই গোত্রীয় পাবলিককে বলদ বলাই শ্রেয় - এদের শরীরের আকার আর মাথার ঘিলুর পরিমাণ ব্যস্তানুপাতিক হওয়ায় বিদেশী ছাগুগুলোকে তাই বলদই বলি আমি। 

বলদ ১ 
- তুমি ধর্ম মানো না, এই কথা কি বুঝে বলছো? ডারউইন যা বলে, তা তো পুরাই ভুল। নইলে বান্দর আছে, মানুষও আছে কিন্তু বান্দর মানুষের মাঝামাঝি প্রাণী নাই কেন? গডের ডিজাইনে কোনো খুঁত নাই ( ব্যাটা আয়না দেখে না।) 

মহিলা বলদ 
- আচ্ছা, শুনলাম, তুমি কোনো ধর্ম মানো না। তাহলে তো তুমি সাদা কাগজের মতো। তুমি কি আমার সাথে রোববার গির্জায় যাবে? জেসাসের কথা শুনলে তুমি তাকে বিশ্বাস না করে পারবে না। 

বলদের পাল 
- আমি তো ক্যাথলিক না, তবে মনে প্রাণে বৌদ্ধ। 
এই জাত হলো বিদেশী ছাগু। সংখ্যায় দিন দিন বাড়ছে আমেরিকাতে। এদের চেনার লক্ষণ হলো: এরা হট ইয়োগা করে (বিক্রম নামের এক বাঙ্গালী এই জিনিস আমেরিকায় প্রচার করে বহু টাকা কামিয়ে নিচ্ছে), নিরামিষ খায় এবং গৌতম বুদ্ধকে ঈশ্বরের সন্তান ভাবে। 

মিনমিনে বলদ 
এরা বেশির ভাগই প্রজাতিতে মহিলা। রোববার পুরোটা সময় গির্জায় কাটায়। গডড্যাম পার্টিকেল-কে (হতচ্ছাড়া কণা) ‘গড পার্টিকেল( ঈশ্বরকণা)’ ভেবে পুলকিত হবে। 

বলদের বলদ 
সিরিয়াস গলায় বলবে, স্যাথ ম্যাকফারলেইন সমকামী, কারণ সে ফ্যামিলি গাই সিরিজে সমকামীদের অধিকারের পক্ষে কথা বলে। তারা যদি স্যাথ ম্যাকফারলেইনের নতুন মুক্তিপ্রাপ্ত ছায়াছবি ‘টেড’ দেখে, তবে বলবে এই লোক তো নাৎসি, কারণ ইহুদি নিয়ে তার মস্করা। 

সেলিব্রেটি বলদ 
টমক্রুজ হইলো সেলিব্রেটি বলদদের কুলশিরোমণি। সে পাখির গু মুখে মাখে আর কাজের অবসরে বরফের স্যুট পরে যেন শরীরের ক্ষয় ধীরে হয়। সে, মনে হয়, সাইন্টোলজি গ্রুপের পরবর্তী নেতা হবে। সাউথপার্কের নবম বর্ষের দুটি এপিসোড সাইন্টোলজি ইস্যু নিয়ে তৈরি করা হয়। সাউথপার্কের এক আর্টিস্ট আইজ্যাক হেইজ সাইন্টোলজি বিশ্বাসি হওয়ায় কাজ ছেড়ে চলে যায় এর প্রতিবাদে। পরে সাউথ পার্ক ক্রিয়েটর গ্রুপ এই ব্রেইন ওয়াশড শিল্পীকে পচানি দিয়ে এক এপিসোড তৈরি করে। 

স্পার্ম বলদ 
এরা হইলো বিশালদেহী এবং এদের মতে - অ্যাবরশন করা মহাপাপ। দরকার হলে বাচ্চা পয়দা করে পালক দিয়ে দাও, কিন্তু অ্যাবরশন কেন করবে! কিন্তু এরা যদি ৫০ ভাগ দায়ী হয়, তবে কোনো দায়-দায়িত্ব নেবে না কারণ এটা শুধু মায়ের দায়িত্বের মাঝে পড়ে। 

রাণী বলদ 
এইটা হইলাম আমি। জ্যোতিষবিদ্যা আসলে তাপমাত্রা আর মহাকর্ষের সাথে সম্পর্কযুক্ত - এইটা বইলা কৌস্তুভ অধিকারীকে ব্যাপক বিনোদন দিয়েছি এককালে। এখনো মাঝে মাঝে নতুন লোক দেখলে প্রথমেই জিজ্ঞেস করি, তোমার রাশি কী? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন