হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
নবীজি ছিলো পরম গ্যানী ব্যক্তি। অসীম গ্যানের আধার। সে একবার একটা তালিকা দিয়ে বলেছিল, তালিকায় উল্লেখিত পাঁচটি ব্যাপার সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তালিকাটির দুই ও পাঁচ নাম্বারে বলা হয়েছিল, নারীর গর্ভে ছেলে নাকি মেয়েসন্তান, তা জানা সম্ভব নয় এবং কখন বৃষ্টি হবে, সেটাও মানুষের অজানা। মমিনেরা কি এখন বিজ্ঞানকে আল্লাহ মানবে?
Narrated Ibn 'Umar:Allah's Apostle (p.b.u.h) said, "Keys of the unseen knowledge are five which nobody knows but Allah . . . nobody knows what will happen tomorrow; nobody knows what is in the womb; nobody knows what he will gain tomorrow; nobody knows at what place he will die; and nobody knows when it will rain."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন