'একটি গাধার দু'দিক থেকে টানছে দু'দল ছেলে' - এটা ছড়ায় বর্ণিত কাহিনী। বাস্তবে ঘটলো ভিন্ন ঘটনা। ভারতের উত্তর প্রদেশের এক গ্রামে এক গাভীকে ঘিরে তৈরি হয়েছে হিন্দু-মুসলিম হৃদ্যতার পরিবেশ। ধর্মভূতাক্রান্তদের দল গাভীর এক পাশে দেখছে উর্দুতে লেখা আল্লাহর নাম (আল্যাফাক তার ভাষা বদলাইলো ক্যান, বুজতেসি না। নাকি আরবির পরেই তার দ্বিতীয় পছন্দ উর্দু?), আরেকপাশে কৃষ্ণের প্রতিকৃতি।
দু'মিনিটের ভিডিও। লিংক পাঠিয়েছেন কৌস্তুভ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন