সোমবার, ৩০ জুলাই, ২০১২

নিঃসীম নূরানী অন্ধকারে - ২৫

লিখেছেন কবীর উদ্দীন

১২১.
হযরত ইবনে দীনার রাঃ কর্তৃক বর্ণিত। তিনি জাবের রাঃ কে বলতে শুনেছেন যে, আবদুল্লাহ ইবনে উবাইকে দাফন করার পর নবী সঃ সেখানে আসলেন এবং তাকে কবর হতে বের করালেন ও তার মুখে নিজের থুথু দিয়ে দিলেন। সহী বুখারী হাদিস নাম্বার ১১৮৭
ইবনে উবাই একজন অমুসলিম ছিল। উক্ত হাদিস থেকে আমরা কী শিখলাম? কোনো অমুসলিম মারা গেলে তার মৃতদেহ সমাহিত হয়ে যাবার পরেও লাশটিকে উপরে তুলে এনে তার মুখে থুথু ছিঁটানো প্রতিটি মুমিনের ঈমানী দায়িত্ব! একজন মানুষ অমুসলিম ছিল বলেই তার মৃতমুখে থুথু দিতে হবে? এই ঘৃণ্য কাজ কি কোনো মানুষের পক্ষে সম্ভব? নাকি কেবল নবীর পক্ষে সম্ভব? 

১২২.
প্রশ্ন: রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় পরিবারতন্ত্রের প্রবর্তক কে?
উত্তর: যিনি দুনিয়ায় শান্তির প্রবর্তক তিনি, মানে স্বয়ং নবীজি। উদাহরণ, ইসলামে খোলেফায়ে রাশেদিনের চারজন খলিফার মধ্যে দুজন নবীর জামাতা (উসমান ও আলি); আর দুজন নবীর শ্বশুর (আবু বকর ও ওমর ফারুক)।

১২৩. 
হযরত আবদুল্লাহ ইবনে মাযেনী রাঃ থেকে বর্ণিত; রাসুল্লাহ বলেছেন, "আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগিচাসমূহেরর একটি অংশ।"
জান্নাতের বাগিচা কি এতই কুৎসিত, গাছপালাহীন উত্তপ্ত ধূসর ঊষর নিষ্প্রাণ মরুভূমি? 

১২৪. 
বন্ধুরা, আপনারা কি কভুও কোনো মানুষের নাম গাভীর বাবা অথবা বিড়ালের বাবা হতে শুনেছেন? তাহলে শুনুন, "আবু বকর" মানে গাভীর বাবা, "আবু হুরাইরা" মানে বিড়ালের বাবা। গাভীর আব্বা ও বিড়ালের আব্বা দু'জনেই ছিলেন নবীজির ঘনিষ্টতম সাহাবি!

১২৫. 
হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, নবি বলেছেন; মসজিদে হারাম বা মসজিদে নববিতে নামাজ পড়া অন্যান্য মসজিদে এক হাজার রাকাত নামাজ পড়া থেকে উত্তম। ছহীহ বুখারী শরিফ ১১১২
মন্তব্য ১: স্থানভেদে এবাদতের গুণাগুণের হ্রাসবৃদ্ধি হয় কেমনে? 
মন্তব্য ২: সারা জীবন এত কষ্ট স্বীকার ও সময় নষ্ট না করে তবে তো নববি মসজিদে কয়েক রাকাত নামাজ পড়ে আসলেই মামলা খতম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন